Foods Distributed among Learners
Title: Reinforced Initiative for Strengthened Education and Skills.
Location: Host and Rohingya Community, Ukhiya, Cox’s Bazar.
Period: 01 January 2024 to 30 June 2024.
Donor: Human Relief Foundation (HRF)
গতকাল ০২.০৫.২০২৪ তারিখে প্রান্তিক উন্নয়ন সোসাইটি ক্যাম্প 4-এ অবস্থিত ৭ এবং ৮ শিক্ষা কেন্দ্রের ১৬০ জন ছাত্র-ছাত্রীর মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ করার সময় উপস্থিত ছিলেন জনাব এরশাদুল হক, হেড অফ প্রোগ্রাম, HRF, মিথুন মন্ডল টেকনিকাল অফিসার HRF, মিসেস জেবুন্নেসা লুসি, প্রজেক্ট কো-অর্ডিনেটর, প্রান্তিক, এডুকেশন সুপারভাইজার জনাব মৃণাল বড়ুয়া এবং এডুকেশন মনিটরিং অফিসার নুরুল আলম আকিব। খাবার পেয়ে ছাত্র-ছাত্রীরা অনেক খুশি হয়,প্রান্তিক এবং এইচআরএফ কে তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।