PRANTIC’s 11th Food Support to 220 Orphans in 2024
প্রান্তিক উন্নয়ন সোসাইটি (প্রান্তিক) নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় তালিকাভুক্ত ২২০ জন অনাথ শিশু ও তাদের পরিবারের মাঝে চলতি বছরে ১২ বারের লক্ষ্যমাত্রার মধ্যে আজ ০৬ ডিসেম্বর ১১ম বারের মতো মাসিক খাদ্য বিতরণ করে। খাদ্য ঝুড়িতে ছিল ১৮ কেজি ভাতের চাল, ৫ কেজি আটা, ৩০ টি মুরগির ডিম ও ২ কেজি মসুর ডাল।
প্রান্তিক উন্নয়ন সোসাইটি ২০২২ সালের জানুয়ারি মাস থেকে সৈয়দপুর উপজেলার Orphan Sponsorship Activities/Program এর মাধ্যমে অনাথ শিশুদের মাসিক খাদ্য, শিক্ষা ও চিকিৎসা সেবা সরবরাহ করে আসছে।