নোয়াখালীর বেগমগঞ্জে বন্যাদূর্গতদের সাহায্যে এগিয়ে আসুন।

নোয়াখালীর বেগমগঞ্জে বন্যাদূর্গতদের সাহায্যে এগিয়ে আসুন।

প্রান্তিক উন্নয়ন সোসাইটি (প্রান্তিক) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় বন্যাকবলিত ১৬টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় বসবাসরত সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাধীন হতদরিদ্র ও প্রান্তিক পরিবারের সদস্যদের জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে। দেশেেএবং বিদেশে বসবাসরত সমাজের সকল সামর্থ্যবান ব্যাক্তিদের এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।

বেগমগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাধীন হতদরিদ্র ও প্রান্তিক পরিবারের সংগ্রহকৃত তথ্য নিম্নরুপ:

বয়স্ক ভাতা গ্রহণ করেন এমন পরিবার সংখ্যা ১৮,৬১৫, বিধবা ভাতা গ্রহণ করেন এমন পরিবার সংখ্যা ৬,৭০৭, প্রতিবন্ধি ভাতা গ্রহণ করে এমন পরিবার সংখ্যা ১০৫১২।

সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ ইউনিয়ন তিনটি ১। একলাশপুর ইউনিয়ন, ২। ছয়ানী  ইউনিয়ন এবং ৩। রাজগঞ্জ ইউনিয়ন

আর্থিক সহায়তা পাঠানোর জন্য বিকাশ একাউন্ট: 01711587386

আর্থিক সহায়তা পাঠানোর জন্য সংস্থার ব্যাংক একাউন্ট: একাউন্টের নাম: প্রান্তিক উন্নয়ন সোসাইটি, একান্ট নং: 1604834059151, Sonali Bank Limited, Rajuk Branch Dhaka-1000, Swift Code: BSONBDDHWEB, Router No 200275622

Share this post