Refreshers Training

Refreshers Training

আজ ০৯.০৩.২০২৪ তারিখে রোজ শনিবার প্রান্তিক উন্নয়ন সোসাইটি-Prantic Unnayan Society তিনটি প্রকল্পে কর্মরত মাঠ পর্যায়ের কর্মীদের জন্য দিন ব্যাপী একটি কর্মী সতেজকরণ বা প্রণোদনামূলক প্রশিক্ষণের আয়োজন করেছে।

প্রকল্প তিনটি হলো Continue HELP funded by OBAT Canada, Adolescent Center funded by Maiya School এবং Education and Livelihood funded by Human Relief Foundation

প্রান্তিক এই তিন প্রকল্পের সকল শিক্ষক নিয়ে ক্যাম্প 04-এর মাল্টিপারপাস সেন্টারে মাসিক এই প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন, এডুকেশন সুপারভাইজার মৃণাল বড়ুয়া. ফিল্ড মনিটরিং অফিসার নুরুল আলম আকিব.এবং বার্মিজ ট্রেইনার মোঃ জসিম।

এই প্রশিক্ষণের বিষয় ছিল নিম্নরূপ:

1. শিখন কেন্দ্রের সমস্ত রেজিস্টার কীভাবে আরও ভালভাবে বজায় রাখা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে,

2. মাঠ পর্যায়ের সকল চ্যালেঞ্জ গুলো নিয়ে আলোচনা করা হয়,

3. সকল ফিল্ড ফাইন্ডিং বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে,

4. নতুন দুটি মেরামত করা শিক্ষাকেন্দ্র নতুন করে সাজানোর ব্যাপারে আলোচনা করা হয়েছে!

প্রান্তিকের পক্ষ থেকে সকল অংশগ্রহণ কারীদের প্রতি শুভকামনা।

@followers

@top fans

Prantic Humanitarian Assistance Program

Obat Canada

Children Grace School

Save the Children in Bangladesh

BRAC

High Commission of Canada to Bangladesh

Canada’s International Development – Global Affairs Canada

Share this post