সৈয়দপুরে প্রান্তিকের ৫৪তম স্বাধীনতা দিবস উদযাপন।
ওব্যাট ব্যাক টু স্কুলে যথাযথ মর্যাদায় 54 তম স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আজ ২৬শে মার্চ 2024 রোজ মঙ্গলবার নীলফামারী জেলার সৈয়দপুরে “ওব্যাট ব্যাক টু স্কুল” এর প্রধান শিক্ষক মোছা : তাবাসসুম আক্তারের সঞ্চালনায় স্কুল প্রাঙ্গনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, ভাষণ, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক সহ (ষষ্ঠ-দশম) শ্রেনীর শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে। ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে সকাল থেকেই স্কুল প্রাঙ্গণ ছিল আনন্দ-মুখর।
OBAT Canada এর আর্থিক সহায়তায় প্রান্তিক এই স্কুলটি ২০২০ সাল থেকে পরিচালনা করছে।