৫৩ রোগী চক্ষু শিবরের চিকিৎসা গ্রহণ করেছে
১৯ শে অক্টোবর ২০২৪ ইং, রোজ শনিবার । প্রান্তিক উন্নয়ন সোসাইটি (প্রান্তিক) এর পরিচালনায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ২নং মনমথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
যেখানে ৫৩ জন চক্ষু রোগী অংশগ্রহণ করেন। পুরুষ ২৩ নারী ৩০। যার মধ্যে ২০ জন ছানি ( পুরুষ ৯ নারী ১১) রোগীদের সার্জারীর জন্য কমিউনিটি আই কেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।
২০২৪ ইং সালের ১০ টি লক্ষ্যমাত্রার মধ্যে এটি ছিল ৭ম চক্ষু শিবির।
আজ অবধি পর্যন্ত প্রান্তিক ২০২৪ ইং সালের ৫০০ জন ছানি রোগীর মধ্যে ৩৮১ জনের ছানি সার্জারী সম্পন্ন করেছে।